ঢাবিতে পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা নাহিদ-আসিফ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তারা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দুই উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এবার জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।
জানা গেছে, দেশের সবচেয়ে বড় সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। এতে দেশ-বিদেশ থেকে হাজারও পুণ্যার্থী এসে জড়ো হয়েছেন।
এবার জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং অনুষদ তাদের নিজ নিজ মণ্ডপ নিয়ে বসেছেন। এসব মণ্ডপ সেজেছে একেকটি বিভাগের নিজস্ব সৃজনশীল কারুকাজের সাজে।
পরিদর্শন শেষে পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “৫ আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথমদিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এ ধরনের উস্কে দেওয়ার মতো পরিস্থিতি ৫ আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।”
দেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন উল্লেখ করে তিনি বলেন, “মানুষ চায় না আওয়ামী লীগ কোনভাবেই তার মতাদর্শ ও নাম নিয়ে এ রকম একটা গণহত্যা ঘটানোর পর আবারো ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।” অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করলেও তারা সফল হবে না বলেও মন্তব্য করেন আসিফ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। তাদের শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক ও দায়িত্বশীল। এ মুহূর্তে হয়ত অনেককিছু করা সম্ভব না। জনভোগান্তি না করাই ভালো। আশা করি সবার জন্য ভালো কিছু হবে।”
উপদেষ্টাদের আগমণের বিষয়ে জগন্নাথ হল সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমি বিষয়টা ভালোভাবে জানি না। তারা (উপদেষ্টা নাহিদ ও আসিফ) আমাদেরকে অফিসিয়ালি জানিয়ে আসেননি। তারা হয়তো তাদের বিভাগের যে মণ্ডপ সেখানে এসেছিলেন।”
ঢাকা/সৌরভ/মেহেদী