ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

বাকৃবিতে ২ হলের নবীন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫  
বাকৃবিতে ২ হলের নবীন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

তুচ্ছ ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ সংঘর্ষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সূত্রপাত হয় গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেসন নামের একটি কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে ভাসানী হলের শিক্ষার্থীরা পরিবেশনা করতে মঞ্চে উঠলে শামসুল হক হলের শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরে শামসুল হক হলের শিক্ষার্থীরা মঞ্চে উঠলে একইভাবে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা স্লোগান দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। কোচিং কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদের হলে ফেরত পাঠায়।

এ ঘটনার জেরে রবিবার দুপুরে দুই হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হন।

এ বিষয়ে মেসন কোচিং সেন্টারের পরিচালক ও কৃষি অনুষদের শিক্ষার্থী আরাফাত বলেন, “ওইদিন আমরা পরিস্থিতি মিটমাট করে শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দিয়েছিলাম। আজকের ঘটনার সঙ্গে মেসনের সংবর্ধনা অনুষ্ঠানের কোন সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও হলকেন্দ্রিক।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, “সংবর্ধনা অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। কিন্তু সন্ধ্যার দিকে আমরা চলে আসি। পরদিন জানতে পারি সেখানে রাতের বেলা হাতাহাতির ঘটনা হয়েছে। তার সূত্র ধরেই আজকের মারামারি। এর দায় অবশ্যই মেসনকে নিতে হবে। আমরা তদন্ত করে এর বিচার করব। কোচিং সেন্টার ও দোষীদের শাস্তির ব্যবস্থা করব।”

ঢাকা/লিখন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়