ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবিপ্রবির বাস চাপায় পথচারী নিহত

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
পাবিপ্রবির বাস চাপায় পথচারী নিহত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসের চাপায় লক্ষণ কুমার দাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত লক্ষণ দাস পাবনা সদর উপজেলার শ্রীপুর এলকার সূর্য কান্ত দাসের ছেলে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানা পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাবনা শহরের অনন্ত বাজার সংলগ্ন দক্ষিণ রঘবপুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাবনা শহর থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস অনন্ত বাজারের দিকে আসছিল। মসজিদের সামনে দিয়ে এক পথচারী রাস্তা অতিক্রম করতে গেলে বাসটি তাকে ধাক্কা দেয়। ওই পথচারী পড়ে গেলে বাসটি তাকে অন্তত ২০ ফিট ছেঁচড়িয়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যু হহয়।

গাড়িতে থাকা যাত্রীরা জানান, সকালের স্টাফ বাস লাইব্রেরি বাজার দিয়ে অনন্ত হয়ে ক্যাম্পাসে যাচ্ছিল। অনন্ত এলাকায় আসলে গাড়ির গতি কমানো হয়। কিন্তু হুট করেই রাস্তা পার হতে গিয়ে এক পথচারী বাসের সামনে চলে আসেন। চালক গাড়ি থামানোর আগেই তিনি বাসের চাকার নিচে পড়ে যান। এতে তার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বাসটি চালাচ্ছিনে জালাল নামে বিশ্ববিদ্যালয়ের এক হেল্পার। বাসের চালকরা অনুপস্থিত থাকলে তিনি নিয়মিতই গাড়ি চালান। শুধু জালালই না, বিশ্ববিদ্যালয়ের তিনজন হেল্পার নিয়মিতই চালকদের অনুপস্থিতিতে গাড়ি চালান। 

গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টাফ বলেন, “নিয়মিত চালক হলে এ দুর্ঘটনাটা নাও হতে পারত। ওই পথচারী কখন গাড়ির সামনে চলে আসেন, সেটা চালক খেয়াল করেননি। গাড়ির যাত্রীরা বলার পরে তিনি গাড়ি থামিয়েছেন।”

নিহত পথচারীর বিষয়ে পাবনা সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) জাকির হোসেন বলেন, “রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের বাসটি তাকে ধাক্কা দেয়। খুব জোরে ধাক্কা লাগায় লোকটি সেখানেই মারা যান। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা এখনো কোন মামলা করেনি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, “স্টাফ বাসটি ভার্সিটি থেকে বের হয়ে লাইব্রেরি বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফেরত আসে। ফেরত আসার সময় এ ঘটনাটি ঘটে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে। আমি নিজে গিয়ে লাশটি দেখে এসেছি। যদি তদন্তে ড্রাইভারের কোন ভুল উঠে আসে, আমরা ব্যবস্থা নেব।”

ঢাকা/আতিক/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়