যৌন হেনস্তা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বরখাস্ত
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই শিক্ষকরা হলেন, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকার ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে গত ৬ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের আনীত যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগসমূহ সম্পর্কে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আগে নেওয়া সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
রিপোর্টে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ১৯৭৩ এর ৫৫(৩) ধারার আওতায় হওয়ায় বিধি অনুযায়ী চার্জ গঠন ও চূড়ান্ত শাস্তি প্রদানের জন্য পৃথক পৃথক ইনকোয়ারি কমিটিও গঠন করা হয়েছে।
ঢাকা/ফাহিম/মেহেদী