ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে তিতুমীরে বিক্ষোভ

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে তিতুমীরে বিক্ষোভ

সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ সকল অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাক্ষী হয়েছি। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি। যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। তবে, সাম্প্রতিক সময়ে ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো অরাজকতার ঠাঁই হবে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

ঢাকা/হাফছা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়