ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনে গণহত্যা: যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি দিল জবি

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১০ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:৪৪, ১০ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনে গণহত্যা: যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি দিল জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা

গাজায় ইসরায়েলি গণহত্যা, যুদ্ধ বন্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বিলাল হোসাইনের নেতৃত্বে এ স্মারকলিপি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ্, অধ্যাপক আবু লায়েক, তারেক বিন আতিক, জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশীন নাওয়ার জয়া, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে অধ্যাপক বিলাল হোসেন বলেন, “জবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিরা গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি দিয়ে যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হয়েছে।”

তিনি বলেন, “এছাড়া বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইজরায়েল পুনঃপ্রতিষ্ঠাসহ সাতটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দিয়েছি। আশা করি, বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে দেওয়া স্মারকলিপির দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “ইসরায়েল আবারো গাজায় নিষ্ঠুর বর্বরতা চালাচ্ছে। শিশু মারা যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, ধ্বংস হচ্ছে হাসপাতাল, স্কুল এবং মসজিদ। মানবতা আজ গাজার সঙ্গে কাঁদছে। আমাদের শোক, ক্ষোভ ও প্রতিবাদের ভাষাও যেন নিঃশেষ হয়ে গেছে।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়