ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। হামলায় বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে. রবিবার (২৭ এপ্রিল) উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিআরটিসির ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। এ ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। আন্দোলনরত কিছু শিক্ষার্থীর সঙ্গে বহিরাগতরা যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর চালায়।
এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনা জানার পর তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আহতদের সুচিকিৎসা ও অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে ঢাকা মেট্রোপলিটিন পুলিশের (ডিএমপি) সঙ্গেও কথা বলেন তিনি।
অভিযোগ জানাতে মঙ্গলবার রাতেই উত্তরার পশ্চিম থানায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপাচার্য। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের অনুরোধ জানান তিনি।
ঢাকা/সৌরভ/মেহেদী