‘সংবিধান ও গণতন্ত্রের ভারসাম্য রক্ষা করা ভবিষ্যৎ প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ’
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সংবিধান ও গণতন্ত্রের ভারসাম্য রক্ষা করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেছেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো- ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা। এটি এরিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’- এই আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে।”
রবিবার (৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে সপ্তম একে খান মেমোরিয়াল আইন বক্তৃতা-২০২৫ অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বক্তৃতার বিষয় ছিল ‘ন্যায়বিচারের ভবিষ্যৎ পুনঃকল্পনা’।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. জাফর উল্লাহ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান ও ট্রাস্টি এএম জিয়াউদ্দিন খান।
ঢাকা/মিজান/মেহেদী