ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবিতে আন্তঃবিভাগ খেলার পুরস্কার বিতরণী

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৭ মে ২০২৫   আপডেট: ২৩:০৩, ৭ মে ২০২৫
রাবিতে আন্তঃবিভাগ খেলার পুরস্কার বিতরণী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্স (ছাত্র- ছাত্রী) প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এর আগে, বিকেল ৪টায় ও ৫টায় দুইটি খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ছাত্রী হ্যান্ডবলের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইয়ার) ও স্পোর্টস সায়েন্স বিভাগ। খেলায় আইইআর বিভাগকে ২-১ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন হয় স্পোর্টস সায়েন্স বিভাগ।

অন্যদিকে, ছাত্র হ্যান্ডবলের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট ও স্পোর্টস সায়েন্স বিভাগ। খেলায় স্পোর্টস সায়েন্স বিভাগকে ১৪-১১ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট বিভাগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি ও ফিশারীজ অনুষদের সাবেক ডিন ড. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ্ হাসান নকীব।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দীন ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়