ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিয়াউর রহমানকে অখণ্ডিত সত্ত্বা বললেন ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৭ মে ২০২৫  
জিয়াউর রহমানকে অখণ্ডিত সত্ত্বা বললেন ইবি উপাচার্য

জিয়াউর রহমানকে অখণ্ডিত সত্ত্বা বলে অভিহিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

তিনি বলেছেন, “ইবির জন্য জিয়াউর রহমান একটি অখণ্ডিত সত্ত্বা, কোনো ক্ষুদ্র সত্ত্বা নয়। তিনি একটিমাত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, সেটি ইসলামী বিশ্ববিদ্যালয়। তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখবে বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গিতে। তিনি মানুষের আলোচনায়, চিন্তায় ও গবেষণায় সারাজীবন বেঁচে থাকবেন।”

আরো পড়ুন:

মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব ও জিয়া পরিষদের যৌথ আয়োজনে ‘শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি এবং প্রাসঙ্গিকতা’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপাচার্য বলেন, “দেশের সবাইকে বাংলাদেশী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শহীদ জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা নিয়ে এসেছেন। তার পরে একটি দলও বাংলাদেশী জাতীয়তাবাদে কথা বলেনি। তার এই ধারণা এখনো কেউ ভুল প্রমাণ করতে পারেনি।”

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে জিয়া জাতীয়তাবাদী চিন্তার নায়ক। তিনি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দর্শন দিয়েছেন যা অন্য কেউ পারেনি। তিনি ছিলেন আমাদের ঐক্যের প্রতীক। বর্তমান বিশ্বের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যেসব চিন্তা, তা অনেক আগেই জিয়াউর রহমানের ১৯ দফায় উঠে এসেছে।”

এসময় তিনি আগামী প্রজন্মের কাছে জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরতে তাঁর উপর গবেষণা ও লেখালেখি করতে শিক্ষকদের পরামর্শ দেন। এছাড়া জাতীয়তাবাদী চিন্তার চর্চা ও গবেষণার উদ্দেশ্যে ইবিতে জিয়াউর রহমানকে নিয়ে একটি গবেষণা কেন্দ্র তৈরির আশ্বাস দেন তিনি।

সেমিনারে ইউট্যাবের ইবি শাখার সভাপতি অধ্যাপক তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। মুখ্য আলোচক ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।

আলোচক হিসেবে ছিলেন ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফারুকুজ্জামান খান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইউট্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক একেএম মতিনুর রহমান।

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়