সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থী নিহত
যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
যবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোল্যা আবির হোসেন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোল্যা আবির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ে।
বুধবার (২৮ মে) রাত সাড়ে ১১টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আবির ও তার বাবা বুধবার মোটরসাইকেলযোগে খুলনা থেকে বাগেরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে বারাকপুর এলাকায় ট্রাকের ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা। সেখান থেকে তাদের মুমূর্ষু অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করে। তবে আবিরের বাবা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় আবিরকে তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাটের তেঁতুলতলা গ্রামে দাফন করা হয়েছে।
এ বিষয়ে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, “আবির ১৬তম ব্যাচের, অনেক ভদ্র ও শান্ত স্বভাবের একজন ছেলে ছিল। ওর সঙ্গে দেখা হলেই ভাই ভাই করে ডাকত, কথা বলত। আমরা একসঙ্গে কত মজার মুহূর্ত কাটিয়েছি, হাসিঠাট্টা করেছি। ওকে নিয়ে আমাদের অনেক সুন্দর স্মৃতি রয়েছে। তার এমন হঠাৎ চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি বলেন, “আজ আমরা বিভাগের অনেকেই আবিরের জানাজায় উপস্থিত ছিলাম। তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। আঙ্কেল-আন্টির মুখের দিকে তাকিয়ে আমরা কেউই কিছু বলতে পারছিলাম না। তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। পুরো পরিবারটা ভেঙে পড়েছে। আপনারা সবাই আবিরের জন্য দোয়া করবেন।”
ঢাকা/ইমদাদুল/মেহেদী