ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেচার ইনডেক্স: গবেষণায় দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ৩১ মে ২০২৫  
নেচার ইনডেক্স: গবেষণায় দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

গবেষণার গুণমান ও আন্তর্জাতিক স্বীকৃতির এক উজ্জ্বলতম অবস্থানে পৌঁছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। যুক্তরাজ্যের খ্যাতনামা বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার ইনডেক্সের ২০২৫ সালের তালিকায় গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রাবি।

অন্যদিকে সার্বিকভাবে শীর্ষস্থান দখল করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

আরো পড়ুন:

সম্প্রতি নেচার ইনডেক্স প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য জানা গেছে। এই তালিকাটি তৈরি করা হয়েছে ২০২৪ সালের ১ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের গবেষণাকর্মের উপর ভিত্তি করে।

নেচার ইনডেক্স অনুযায়ী, সার্বিকভাবে বাংলাদেশের দ্বিতীয় এবং একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে প্রথম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী রাবির অবস্থান ২ হাজার ৭৩৪ এবং একাডেমিকভাবে ১ হাজার ৮৪৫।

এছাড়া রসায়ন বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে প্রথম এবং বিশ্বে ১ হাজার ৮২১ নম্বরে রয়েছে। স্বাস্থ্য বিজ্ঞানে বিশ্ববিদ্যালয়টি দেশের মধ্যে দ্বিতীয় এবং বিশ্বে অবস্থান ১ হাজার ৬০৩তম। 

২০২৪ সালের ১ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এর মধ্যে ‘এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেক্টিভস’ নামক জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে, যার শেয়ার ০.৬৮। অন্যদিকে ‘ইনঅর্গানিক কেমিস্ট্রি’ নামক জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যার শেয়ার ০.৮৩। আর ‘দ্য ল্যানসেট’ জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে মোট শেয়ার দাঁড়িয়েছে ১.৫২।

এদিকে, বিশ্বজুড়ে গবেষণা কার্যক্রমের মানদণ্ডে বাংলাদেশের অবস্থানও এবারে বেশ আশাব্যঞ্জক। দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ মালয়েশিয়ার ঠিক পরেই রয়েছে। বৈশ্বিকভাবে বাংলাদেশের অবস্থান এখন ৫৯তম। এ তালিকায় শীর্ষে রয়েছে চীন।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন বলেন, “বিশ্বখ্যাত নেচার ইনডেক্স ২০২৫-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রাবি। আমরা গর্বিত, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বোচ্চ অর্জন। আমরা আরো বেশি গবেষণায় মনোযোগী হয়ে গুণমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ রচনা করে রাবির এই অবস্থান আরো দৃঢ় করবো ইনশাআল্লাহ।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, “এখন পর্যন্ত এটাই বিশ্ববিদ্যালয়ে আমাদের সেরা অর্জন। এই সপ্তাহেই ১ কোটি ৩০ লাখ টাকার বেশি অতিরিক্ত গবেষণা প্রজেক্ট অনুমোদন করা হয়েছে। প্রথমবারের মত ছাত্র-গবেষকদের জন্য কিছু প্রণোদনা রাখা হয়েছে। আশা করছি, রাবি ধারাবাহিকভাবে গবেষণায় তার অবস্থান ধরে রাখবে।”

গবেষণায় বরাদ্দ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “আমরা গবেষণায় খুবই কম বরাদ্দ পাই। আমরা যারা প্রশাসনে আছি, তারা গবেষণা খাতকে খুবই গুরুত্ব দিচ্ছি। গবেষণায় বরাদ্দ বাড়ানো প্রয়োজন। বরাদ্দ কম হলেও আমাদের গবেষকেরা ভালো করছেন, যা র‍্যাংকিং প্রমাণ করে। প্রণোদনা বাড়ালে আরো ভালো ফল সম্ভব।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়