ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জবির অধ্যাপকের জামিন

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২ জুন ২০২৫   আপডেট: ২২:০৫, ২ জুন ২০২৫
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জবির অধ্যাপকের জামিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগম

রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগম জামিন পেয়েছেন।

সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ওবায়দুল ইসলাম।

আরো পড়ুন:

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা পুরান ঢাকার স্টার হোটেলের সামনে বিক্ষোভ করছিলেন। তখন আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মারধর করেন। এতে ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার প্রায় ৭ মাস পর, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আহত সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ৯৪ জনসহ মোট ১৯৩ জনকে আসামি করা হয়। অধ্যাপক আনোয়ারা বেগম এই মামলার ৪৩ নম্বর আসামি।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়