ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা

রবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১৬ জুন ২০২৫  
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাস (শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজা) পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করে স্থানীয় শাহজাদপুর থানা পুলিশ। এসময়  বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উপর নির্মিত তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

আরো পড়ুন:

পরে উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের জন্য স্থানীয় শাহজাদপুর শহর থেকে প্রায় ৫ কি.মি. দূরে বড়াল, গোহালা নদীর তীর বেষ্টিত বুড়ি পোতাজিয়া মৌজায় অবস্থিত ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেন।

পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আপনাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিটি একটি যৌক্তিক দাবি। স্থান-কাল-পাত্র বিবেচনা করে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হয়। একনেকে আপনাদের বিলটি ওঠেছিল, কারো দ্বিমত নেই। আমরা শুধু জায়গা দেখতে চেয়েছিলাম। জায়গাটা কেমন, কতটুকু।”

বরাদ্দকৃত অর্থ নিয়ে তিনি বলেন, “৫০০ কোটি কম না বেশি সেটা বড় না। অনেক বিশ্ববিদ্যালয় তো বাজেট পাচ্ছেই না।”

তিনি আরো বলেন, “সিরাজগঞ্জকে মানুষ চেনে যমুনা পাড়ের শহর হিসেবে, তাঁত শিল্পের উৎপাদনের স্থান হিসেবে। একইসঙ্গে যেন সিরাজগঞ্জকে মানুষ চেনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নাম শুনলেই একটি ক্যাবিক ক্যাবিক অনুভূতি হয়।”

এ সময় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার,  উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ ড. ফিরোজ আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাবিবুর/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়