ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে ধোঁয়াশা, প্রতিবাদে মানববন্ধন

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৩০, ৪ আগস্ট ২০২৫
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে ধোঁয়াশা, প্রতিবাদে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইসিটি সেল থেকে প্রাপ্ত সিসি ক্যামেরার একটি অংশের ফুটেজ পায়নি বলে দাবি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন। 

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনকালে তিনি এ তথ্য জানান।

সূত্র জানায়, লাশ উদ্ধারের আগেরদিন ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় সাজিদ ফুটবল মাঠে ফুটবল খেলে। ৪টার পর তারা খেলা শেষ করেন বলে জানিয়েছেন অন্য খেলোয়াড়রা। আইসিটি সেল নিয়ন্ত্রিত ক্যাম্পাসের ডায়না চত্ত্বরের সিসি ক্যামেরা ফুটবল মাঠ সংলগ্ন রাস্তাটি দেখা যায়। তবে আইসিটি সেল থেকে প্রাপ্ত ফুটেজে বিকেল ৫টা থেকে রাত ১১টার ভিডিও নেই বলে জানিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন।

ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে সিসি ক্যামেরা আছে, সে সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে। আবার আইসিটি সেলের সিসি ক্যামেরা ছাড়াও চিকিৎসা কেন্দ্রে, প্রকৌশল ভবনসহ বিভিন্ন হলে সিসি ক্যামেরা আছে। এসব সিসি টিভির ফুটেজ আমরা দেখেছি। আর আইসিটি সেল প্রাপ্ত ১৬ তারিখ বিকাল ৫টা থেকে রাত ১১টার সিসি ক্যামেরার ফুটেজ আমরা পাইনি। এজন্য আমরা আমাদের সুপারিশমালায় এটা স্পষ্টভাবে উল্লেখ করেছি যে আইসিটি সেল যেন এ বিষয়টি জানান।”

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, “ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি যে কপি দিয়েছে, তার মধ্যে হয়তো টেকনিক্যাল কিছু সমস্যার কারণে তারা দেখতে পাননি ওই অংশটুকু। এতে রেকর্ড বা সময় নিয়ে কোনো সমস্যা হতে পারে। এমন হলে বিষয়টি যান্ত্রিক ত্রুটি ছাড়া আর কিছু নয়। সেদিনের আগে পরেসহ কোনো ধরনের ডেটা লস নেই। আমাদের কাছে সকল ফুটেজ রয়েছে, চাইলে আমরা আবারও কর্তৃপক্ষকে দেখাতে পারবো।”

উপাচার্য বলেন, “আইসিটি সেলের পরিচালকের সঙ্গে কথা বলেছি। ওই সিসি ক্যামেরা ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না তা জানার জন্য প্রশাসনের পক্ষ থেকে চিঠি প্রদান করা হয়েছে। ফুটেজের বিষয়ে অধিকতর তদন্তে বিষয়টি জানা যাবে।”

এদিকে, সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে প্রশাসন ভবনের সামনে সাজিদ হত্যার ঘটনায় রাতের সিসিটিভি ফুটেজ গায়েবের দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। তারা ২৪ ঘণ্টার মধ্যে আইসিটি সেল, নিরাপত্তা প্রশাসন ও ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে সিসি টিভি ফুটেজ না পাওয়ার কারণ নিয়ে বিবৃতি না দিলে আইসিটি সেল ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রশাসন ভবন চত্বরে অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ১৮ জুলাই সাজিদের মৃত্যুর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ৩ আগস্ট সাজিদের মৃত্যুর প্রকাশিত ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়