ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: এক প্যানেলে বামপন্থি ৩ সংগঠন

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২০ আগস্ট ২০২৫  
ডাকসু নির্বাচন: এক প্যানেলে বামপন্থি ৩ সংগঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিন বাম ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল’ যৌথভাবে ১৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে। প্যানেলটি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

বুধবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ নামে এই প্যানেলটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মো. নাইম হাসান (হৃদয়) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এনামুল হাসান অনয়। 

এই প্যানেলে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা উল্লেখযোগ্যরা হলেন- সহকারী সাধারণ সম্পাদক (এজিএস): অদিতি ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক: ফাহমিদা আলম, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: সুর্মী চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাকিব মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আবদুল্লাহ ইবনে হাসান, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: সানজিদা আহমেদ তন্বী, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মাসফিকুজ্জামান তাইন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মিনহাজুল ইসলাম ফারহান।

এছাড়া সদস্য পদে আছেন হাসিন, তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন, আদনান মুহাম্মদ ও মাহবুবুর রহমান।

মাহির শাহরিয়ার রেজা জানান, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই তারা এই প্যানেল দিয়েছেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়