চাকসুতে নতুন ৪ পদ সংযোজনের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে আদিবাসী-বিষয়কসহ নতুন চারটি পদ সংযোজনের দাবি জানিয়েছে শাখা বিপ্লবী ছাত্র মৈত্রী।
নতুন চারটি পদ হলো- আদিবাসী অধিকার-বিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া-বিষয়ক সম্পাদক এবং অনুষদভিত্তিক সম্পাদক।
বৃহস্পতিবার (২১আগস্ট) বেলা আড়াইটায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে চাকসু গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা ও দ্রুত তফসিল ঘোষণার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভৌগোলিক কারণে চবিতে আদিবাসী শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। পাহাড় থেকে সমতলে এমনকি এই বিশ্ববিদ্যালয়েও আদিবাসীরা বঞ্চিত ও অবহেলিত। এজন্য চাকসুতে আদিবাসী অধিকার-বিষয়ক সম্পাদক পদ থাকা অত্যাবশ্যক। সম্পাদক আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচিত হবেন এবং এই সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করে যাবেন।”
পরিবহন সম্পাদকের বিষয়ে তিনি বলেন, “চবিতে পরিবহন সম্পাদকের দায়িত্ব ও কর্মপরিধি বিস্তৃত এবং খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসে শাটল বাস প্রদান ও পর্যবেক্ষণে পরিবহন অফিসের সঙ্গে কাজ করবেন। সম্পাদক সব রুটে প্রয়োজনীয় বাস, ট্রিপ সংখ্যা বৃদ্ধি এবং শাটলের ট্রেনের নিরাপত্তা, সুবিধা-অসুবিধা ও শিডিউল নিয়ে কাজ করবেন।”
তিনি আরো বলেন, “কমনরুম ও ক্যাফেটেরিয়া-বিষয়ক সম্পাদকের কার্যপরিধি প্রসারিত করে চবির ক্যাফেটেরিয়া, চাকসু ক্যাফেটেরিয়াসহ সব অনুষদ ও ইন্সটিটিউটভিত্তিক ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনে সুলভ মূল্যে খাদ্যের পুষ্টিমান নিশ্চিত করার দায়িত্ব অর্পণ করতে হবে। ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনগুলোর মেন্যু তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত করার বিষয়টি এ সম্পাদককে নিশ্চিত করতে হবে। এছাড়া, বাণিজ্যিক ফুড-কোর্ট বাতিল করে প্রশাসনিকভাবে প্রতিটি অনুষদে ক্যান্টিন স্থাপনের জন্য প্রশাসনকে বাধ্য করতে এই পদ ভূমিকা রাখবে।”
জাকির বলেন, “অনুষদ ভিত্তিক সম্পাদকের কার্যপরিধি বিস্তৃত। অনুষদের ক্লাসরুম সঙ্কট, সেশন জট, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা এবং অবকাঠামোগত উন্নয়ন-বিষয়ক কাজ করবে অনুষদ ভিত্তিক সম্পাদক।”
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- ভোটকেন্দ্র হবে অ্যাকাডেমিক ভবন; চাকসুর সদস্যপদ ও ভোটাধিকারের ক্ষেত্রে এমফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরতদের অগ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করতে হবে; দপ্তর সম্পাদক পদটি শুধু পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা নারীর প্রতি প্রশাসনের চরম অবমাননাকর অবস্থান গ্রহণ, এই পদটিও বাকি সব পদের মতই পুরুষ ও নারী উভয়ের জন্যই উন্মুক্ত থাকতে হবে।
এছাড়া সাইবার বুলিং সেল গঠন এবং অনলাইনে অপপ্রচার বা সাইবার বুলিংয়ের সঙ্গে জড়িত পেইজ ও ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভোটাধিকার বাতিল করা; ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা।
সংবাদ সম্মেলনে পেশ করা সংস্কার প্রস্তাবনা আমলে নিয়ে দ্রুত চাকসুর তফসিল ঘোষণার দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সভাপতি রেদুয়ান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক রাম্নাসাইন মারমা, দপ্তর সম্পাদক শাহ জাহান-জান, রাজনৈতিক শিক্ষা সংস্কৃতি-বিষয়ক সম্পাদক আহমেদ মুগ্ধ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশরেফুল হক রাকিব।
ঢাকা/মিজান/মেহেদী