কুবি শিক্ষার্থীকে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার আরো ১
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেল থেকে সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাসে ‘শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার’ অভিযোগে দায়ের করা মামলায় সৌরভ নামের আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস জানান, কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেল থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি ফেরদৌস জানান, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “ যে তিন আসামি পলাতক ছিল তাদের মধ্য থেকে সৌরভ নামের একজনকে গ্রেপ্তারের খবর কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে। আমরা চাই, বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হোক।”
গত ২২ আগস্ট কুবির এক শিক্ষার্থীকে লোকাল সেন্টমার্টিন পরিবহন নামের একটি চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে পাঁচ জনের নামে মামলা করা হয়। এর মধ্যে দুই জনকে সেইদিনই শিক্ষার্থীরা আটক করে পুলিশে দেয়। বাকি তিন জন পালিয়ে যায়। পলাতক তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা।
ঢাকা/এমদাদুল হক/ইভা