ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচনী প্রচারের প্রথম দিনেই শিবিরের ফেস্টুন ‘ভূপাতিত’

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৩৯, ২৬ আগস্ট ২০২৫
ডাকসু নির্বাচনী প্রচারের প্রথম দিনেই শিবিরের ফেস্টুন ‘ভূপাতিত’

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনী প্রচারের প্রথম দিনেই ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন মাটিতে ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা ফেলে দিয়েছে, তা জানা যায়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এমন ঘটনা ঘটে। তবে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন:

জানা যায়, নির্বাচনের প্রচারণার শুরুর দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন লাগানো হয়। তবে সব ঠিকঠাক থাকলেও চারুকলায় বসানো ফেস্টুনটি দুইজন শিক্ষার্থী ফেলে দেন বলে ভিডিওতে দেখা গেছে। এতে প্যানেলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, “আজ প্রচারের প্রথম দিনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনকে অবশ্যই এটা খুঁজে বের করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।”

তিনি আরো বলেন, “এটা হয়তো ছাত্রলীগের কেউ করতে পারে বা অন্য কেউ। আমরা অফিসিয়ালি নির্বাচন কমিশনকে জানাবো। সিসিটিভি ফুটেজ দেখে তারা যেন ব্যবস্থা নেয়। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব।”

তবে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়