ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বদরুদ্দীন উমরের মৃত্যুতে ছাত্র ফ্রন্টের শোক

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ৭ সেপ্টেম্বর ২০২৫  
বদরুদ্দীন উমরের মৃত্যুতে ছাত্র ফ্রন্টের শোক

বামপন্থি আন্দোলনের প্রথিতযশা নেতা, লেখক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমর রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে এই বার্তা দেন।

আরো পড়ুন:

বিবৃতিতে তারা বলেন, কমরেড বদরুদ্দীন উমর আমৃত্যু শ্রমজীবী মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে তার বক্তব্য, লেখা এবং গবেষণাকর্ম ইতিহাস সম্পর্কে আমাদের সঠিক ধারণা তৈরিতে সহায়তা করেছে। পরবর্তী আন্দোলনের প্রেরণা যুগিয়েছে। তিনি ভারত-মার্কিনসহ সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। 

বিবৃতিতে আরো বলা হয়, তার সমাজ বিশ্লেষণ বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুক্তি আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মৃত্যুতে আমরা প্রগতিশীল আন্দোলনের একজন বিশ্বস্ত নেতাকে হারালাম। কমরেড বদরুদ্দীন উমরের সংগ্রামী জীবন-কর্ম বামপন্থি এবং গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়