ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচনে ১০৬৩ মনোনয়নপত্র বিতরণ

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫  
চাকসু নির্বাচনে ১০৬৩ মনোনয়নপত্র বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। এদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যন্ত চলে মনোনয়ন বিতরণ কার্যক্রম।

এতে চাকসুতে ৪৭৪টি ও হল সংসদে ৫৮৯টিসহ মোট ১০৬৩টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার রাতে তথ্যটি নিশ্চিত করেছে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, “প্রথম দুইদিন মনোনয়ন সংগ্রহে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক কম থাকলেও শেষ দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আজ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শেষ সময় থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সময়ও বাড়ানো হয় রাত পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত।”

তিনি আরো বলেন, “এতো বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা খুব সহনশীল পরিবেশ বজায় রেখেছে। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। তিনদিনে ২৬ পদের বিপরীতে চাকসুতে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র পদে মনোনয়নপত্র নেন প্রার্থীরা। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে শুধু শেষ দিনেই মনোনয়নপত্র নেন ৩৭৭ জন প্রার্থী। 

এবারের হল সংসদ নির্বাচনে ১৪টি হল ও একটি হোস্টেল সংসদে শেষদিনে বিক্রি হয়েছে ৫১৬টি ফরম। এর আগে গত দুইদিনে বিক্রি হয়েছিল ৭৪টি ফরম। সবমিলিয়ে হল সংসদের ২০৬টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৫৮৯টি ফরম।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার (১৭ সেপ্টেম্বর)। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়