ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবি ছাত্রদল নেতা হাসিবুরের মৃত্যু

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৪ অক্টোবর ২০২৫  
জবি ছাত্রদল নেতা হাসিবুরের মৃত্যু

হাসিবুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ক্যাম্পাসসংলগ্ন একটি হোটেলে খাবারের জন্য অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ খিঁচুনি ওঠার পর হাসিবুর বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা একসাথে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

শুক্রবার (৩ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কেন্দ্রীয় ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ডাকসু ও জবি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। পরে মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

ঢাকা/লিমন/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়