ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুবিতে পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

খুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৩৯, ৪ অক্টোবর ২০২৫
খুবিতে পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

ফাইল ফটো

দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটির বৃদ্ধির দাবি ও কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী ৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের টু ওয়ান ব্যাচের ‘টু ওয়ান’ নামে একটি ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেন তারা।

আরো পড়ুন:

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ অক্টোবর পর্যন্ত সব ধরনে পরীক্ষা বন্ধ রাখার নিশ্চয়তা দিয়েছে। তবে ক্লাস বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি ছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক। তাদের কথা, এখনো পূজা শেষ হয়নি, লক্ষ্মীপূজা রয়েছেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর হাসান শাহরিয়ার বলেন, “আগামী সোমবার (৬ অক্টোবর) লক্ষ্মীপূজা থাকায় প্রশাসনকে বারবার অনুরোধ করেছি, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেছি ছুটি বাড়ানোর জন্য। কিন্তু তারা আমাদের অসহযোগিতা করেছে, বারবার ফোন দিলেও তারা রিসিভ করেনি। রেজিস্ট্রার স্যার শুধু বলেছেন, আমরা ইউজিসি থেকে বন্ধের কোনো চিঠি পাইনি।”

আরেক শিক্ষার্থী মুসান্না চৌধুরী বলেন, “আমাদের তরফ থেকে স্যারদের সঙ্গে শুক্রবার (৩ অক্টোবর) রাত থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্যারদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তাদের ফোন দেওয়া হয়েছে, কিন্তু তারা রিসিভ করেননি।”

এ বিষয়ে তাপস দাস নামের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, “যেহেতু দুর্গাপূজার সঙ্গে লক্ষ্মীপূজার সম্পর্ক রয়েছে, সেহেতু প্রশাসন আর দুই-একদিন বাড়াতে পারত। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করেও আমরা সাড়া পাইনি। এছাড়া, আমাদের অনেক শিক্ষার্থীর বাড়ি অনেক দূরে, তারা কীভাবে যথাসময়ে আসবে?

শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, “আমরা গত তিনদিন আগে থেকে বলে আসছি কিন্তু প্রশাসন থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এক পর্যায়ে ডিএসএ স্যারের সঙ্গে কথা হয়। যেহেতু তিনি এ দায়িত্বে নেই, তারপরও তিনি জানান প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরীক্ষা-সিটি-অ্যাসাইনমেন্ট নেবে না ৯ অক্টোবর অবধি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো নাজমুস সাদাত বলেন, “আমাকে তারা (শিক্ষার্থীরা) ফোন দিয়েছিল, আমি কথা বলেছি। তারা সরাসরি দেখা করতে চেয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ রয়েছে, বন্ধের দিন কীভাবে দেখা করব? আমি তাদের দাবি শুনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি।”

তিনি বলেন, “প্রশাসন ইউজিসির চিঠি অনুযায়ী ৯ তারিখ পর্যন্ত সব পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এমনকি কোনো সিটি, অ্যাসাইনমেন্টও হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি এখন দিতে পারব না। তবে ৯ তারিখ পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে, এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।”

রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, “আমরা ইউজিসি থেকে কোনো নোটিশ পাইনি। আমরা মন্ত্রণালয়ের বাইরে একটি কথাও বলতে পারি না। তারা (শিক্ষার্থীরা) অনুরোধ করেছে পরীক্ষা বন্ধ রাখার, আমি আশ্বস্ত করেছি। তারা আমাকে ক্লাস বন্ধের কথা জানায়নি।”

ঢাকা/হাসিবুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়