পবিত্র কুরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে কুয়েটে বিক্ষোভ
কুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এবং অবমাননাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।
রবিবার (৫ আগস্ট) রাত ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ধর্মপ্রাণ শিক্ষার্থীরা। কুরআন অবমাননার প্রতিবাদে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে তারা বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেন।
মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে ফুলবাড়ি গেট হয়ে কুয়েট উডে এসে সমাপ্ত হয়। মিছিলে শিক্ষার্থীরা- ‘শাহজালালের বাংলায়, ইসলাম বিদ্বেষের ঠাঁই নাই’, ‘মানসিক ভারসাম্যের কথা বলে, ইসলামে বিষ ঢালে’, ‘ইসলামের অপমান, সইবে নারে মুসলমান’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, বর্তমান আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেও খুব একটা শাস্তি নিশ্চিত করা সম্ভব নয়। এই আইনের ফাঁক দিয়ে তসলিমা নাসরিন, আসাদ নুরসহ অসংখ্য ধর্ম অবমাননাকারীর যথাযথ শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। তারা এখনো ধর্ম নিয়ে কুৎসা রটিয়ে চলেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পরেও যথাযথ শাস্তি নিশ্চিত না করা গেলে সেটা বড় কোনো অঘটন সৃষ্টির কারণ হতে পারে।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনের সংশোধন করে ধর্ম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান বাস্তবায়নের দাবি জানানো হয়।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশে সোপর্দ করে এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।
ঢাকা/সাকিব/মেহেদী