ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, গণতান্ত্রিক ছাত্র জোটের ৫ দাবি

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২৮ অক্টোবর ২০২৫  
ঢাবিতে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, গণতান্ত্রিক ছাত্র জোটের ৫ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক সময়ে বহিরাগত, হকার ও ছিন্নমূল মানুষের উচ্ছেদ অভিযানকে তীব্র নিন্দা জানিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্র জোট।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন এ দাবি জানান তারা।

আরো পড়ুন:

তাদের দাবিগুলো হলো- ভাসমান দোকানদার, রিকশা চালকদের উপর হামলা ও শিক্ষার্থী আবির হাসানকে হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে, ভাঙচুরের ক্ষতিপূরণ ও বাজেয়াপ্তকৃত দোকানের মালামাল ফেরত দিতে হবে; উদ্বাস্তু, ভ্রাম্যমাণ জনগোষ্ঠী ও ভ্রাম্যমাণ দোকান সমস্যার ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে; মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতির তদন্ত করতে হবে; নিরাপদ ক্যাম্পাস চার্টার প্রণয়ন করতে হবে; শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা তাদের দাবিগুলোর বিস্তারিত ব্যাখ্যাও করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্র ফ্রন্টের সভাপতি মোজাম্মেল হক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি নাঈম আহমেদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর ইসরাত জাহান ইমু প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়