ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:২৮, ৩০ নভেম্বর ২০২৫
লক্ষ্মীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে রবিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করেন তারা। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল।

‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মবিরতিতে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি ও সদর হাসপাতালের ফার্মাসিস্ট মো. জসিম উদ্দিন, জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, মো. আতিকুর রহমান ও রাসেল হোসেন।

আরো পড়ুন:

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ হয়েও তারা বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী ন্যায্য গ্রেড না পাওয়ায় পেশাগতভাবে তারা অবমূল্যায়িত হচ্ছেন।

তারা বলেন, ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সব ক্যাডারের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। অবিলম্বে এই দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়