ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ২ জুন ২০২৫   আপডেট: ২০:৩৬, ২ জুন ২০২৫
পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পল্লী উন্নয়ন ও সমবায়  খাতে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ১ হাজার ৩৪৭ কোটি টাকা।

সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন। তার এ বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

আরো পড়ুন:

বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেন, ‘‘আগামী অর্থবছরে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ১ হাজার ১০০  কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১ হাজার ৩৪৭ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে গিয়ে দাঁড়ায় ১ হাজার ১০৯ কোটি টাকা।’’ 

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘গ্রামীণ যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার ৪০০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ২১ হাজার ৫০০ মিটার ব্রিজ অথবা কালভার্ট নির্মাণ, ১০৪টি হাট-বাজার ও গ্রোথ সেন্টার উন্নয়ন, ৮ হাজার ৭৫০ কিলোমিটার পাকা সড়ক রক্ষণাবেক্ষণ এবং ২০ হাজার মিটার ব্রিজ অথবা কালভার্ট রক্ষণাবেক্ষণ, ৩৫টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ এবং ৫৫টি সাইক্লোন শেল্টার নির্মাণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘এছাড়া সকল প্রকল্পে ‘সোশ্যাল এন্ড এনভায়ারমেন্টাল সেফগার্ড ইস্যুজ’ অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।’’ 

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ৩২৯টি পৌরসভায় উৎপাদিত বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি অনুসরণে পরিবেশসম্মতভাবে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি ও ক্ষেত্রভেদে জৈব সার উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘দেশের গ্রামাঞ্চলে নিরাপদ পানির উৎস নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, পানি শোধনাগার স্থাপন, সমগ্র দেশে কমিউনিটি, স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা এবং ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’’ 

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা।

এর আগে সোমবার (২ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ সদস্যদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট। 

ঢাকা/হাসান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়