ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

এক্সিম ব্যাংকের ১৫১তম শাখা উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৩ ডিসেম্বর ২০২৩  
এক্সিম ব্যাংকের ১৫১তম শাখা উদ্বোধন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক্সিম ব্যাংকের ১৫১তম শাখা উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (২ ডিসেম্বর) চন্দ্রগঞ্জ শাখায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আব্দুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক নারী উদ্যোক্তা সৃষ্টি ও তরুণদের ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করতে বিশেষভাবে কাজ করে যাচ্ছে।  

তিনি আরও বলেন, ব্যাংকিং সেক্টরে এক্সিম ব্যাংকের অবস্থান অত্যন্ত মজবুত। আপনারা এ ব্যাংকের ওপর আস্থা রাখুন। আপনাদের সহযোগিতায় এ ব্যাংক সামনে এগিয়ে যাবে।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়