গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী।
সভায় কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ (সিএসএএ), সদস্য মাওলানা শাহ্ ওয়ালী উল্লাহ (সিএসএএ), ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ড. মুহাম্মদ ছাইদুল হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপব্যবস্থাপনা পরিচালক সামি করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শরিয়াহ সেক্রেটারিয়েটের মুরাকিবরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরিয়াহ প্রতিপালন এবং শরিয়াহভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
ঢাকা/সাজ্জাদ/সাইফ