মাহাবুব আলম মৃদুলের মৃত্যুবার্ষিকীতে সারা দেশে মিলাদ ও দোয়া
মাহাবুব আলম মৃদুলের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়
যথাযোগ্য মর্যাদায় সারা দেশে ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা প্রভৃতি। এসব আয়োজনে মাহাবুব আলম মৃদুলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) টাঙ্গাইলে মরহুম মাহাবুব আলম মৃদুলের গ্রামের বাড়ি, গাজীপুরে ওয়ালটন হেড কোয়ার্টার, রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস, মিরপুরে ওয়ালটন কমপ্লেক্স, দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমসহ সারা দেশের ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম এবং মার্সেল শোরুমে মাহাবুব আলম মৃদুলের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান। মাহাবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন।
ঢাকা/সাইফ