গ্লোবাল ইসলামী ব্যাংকের কাশিনাথপুর শাখা ও মোগরাপাড়া উপশাখার উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
গ্লোবাল ইসলামী ব্যাংক পাবনায় কাশিনাথপুর শাখা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয় মোগরাপাড়া উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা প্রধান অতিথি হিসেবে কাশিনাথপুর শাখা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। এ সময় কাশিনাথপুর বণিক সমিতির সভাপতি কাজী রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজ, সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মনজুর ইলাহী বক্তব্য রাখেন।
অন্যদিকে, একই সময়ে ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আতাউস সামাদ প্রধান অতিথি হিসেবে মোগরাপাড়া উপশাখার উদ্বোধন করেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও শরীয়াহভিত্তিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্লোবাল ইসলামী ব্যাংক দ্রুততার সঙ্গে শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
ঢাকা/রাজীব