ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একটি ছোট সিদ্ধান্ত হতে পারে পরিবারের স্বস্তির কারণ!

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৪ মে ২০২৫   আপডেট: ১৫:১৩, ২৪ মে ২০২৫
একটি ছোট সিদ্ধান্ত হতে পারে পরিবারের স্বস্তির কারণ!

একটি ছোট সিদ্ধান্ত কীভাবে হয়ে উঠতে পারে পরিবারের স্বস্তির কারণ, তার বড় উদাহরণ হচ্ছে চকরিয়ার আবুল কাশেম।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজারের চকরিয়া উপজেলার বেশিরভাগ বাসিন্দাই সমুদ্রের ওপর নির্ভরশীল। এখানে বহু মানুষ জীবিকার তাগিদে প্রতিনিয়ত মাছ ধরতে যান। তেমনই একজন পরিশ্রমী জেলে ছিলেন আবুল কাশেম, যিনি পরিবার চালানোর জন্য ঝুঁকি নিয়ে এই পেশা বেছে নিয়েছিলেন।

মাছ ধরার সময় একদিন আবুল কাশেমের জাল পানির নিচে আটকে যায়। সেই জাল ছাড়াতে গিয়ে তিনি ডুব দেন। দুর্ভাগ্যজনকভাবে সেই ডুবই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়। তার এই অকালমৃত্যু কেবল একজন পরিশ্রমী জেলের জীবনের সমাপ্তিই নয়, একইসাথে একটি পরিবারের স্বাভাবিক জীবনধারায় হঠাৎ করেই চলে আসে চরম অস্থিরতা ও গভীর অনিশ্চয়তা। স্ত্রী ও সন্তান হারিয়ে ফেলেন তাদের একমাত্র আশ্রয় ও ভরসার মানুষটিকে।

তবে, জীবিত অবস্থায় আবুল কাশেম বাংলালিংকের ২৫১ টাকার একটি বান্ডেল প্যাকেজ কিনেছিলেন। 

ক্ষুদ্র এবং মাঝারি ব্যাবসায়ীদের কথা চিন্তা করে বাংলালিংক এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড একত্রে এই প্যাকেজটি নিয়ে এসেছে। যেখানে এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যাবসায়ীরা বাংলালিংকের এই প্যাকেজটির টকটাইম সুবিধার পাশাপাশি ইনস্যুরেন্স এর সুবিধাটাও উপভোগ করতে পারবেন। 

অনেকেই যেখানে এসব অফারকে গুরুত্ব না দিয়ে অবহেলা করেন, সেখানে আবুল কাশেমের এই ছোট অথচ সচেতন সিদ্ধান্ত তার পরিবারের বিপদে বড় সহায় ও আশ্রয় হয়ে ওঠে। বান্ডেল প্যাকেজটির অন্তর্ভুক্ত পলিসিটির আওতায় ৬০ হাজার টাকার জীবন বীমা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য ১ লাখ ৬০ হাজার টাকার জীবন বীমা গ্রহণের সুবিধা ছিলো। আবুল কাশেমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর স্থানীয় জেলে সমিতির সহায়তায় গার্ডিয়ান- এর সাথে যোগাযোগ করা হয় এবং দ্রুত বীমা দাবি নিষ্পত্তির প্রতিশ্রুতি মোতাবেক ১ লাখ ৬০ হাজার টাকা বীমা দাবি নিষ্পত্তি করে প্রতিষ্ঠানটি। 

আবুল কাশেমের নেওয়া ছোট একটি সিদ্ধান্ত পরবর্তীতে তার পরিবারের জন্য একটি বড় সহায়ে পরিণত হয়। এই টাকা হয়ত একটি শোকসন্তপ্ত পরিবারের কাছে তাদের প্রিয়জনকে ফিরিয়ে দিবে না, কিন্তু পরিবারটি বিপদের মুহূর্তে কিছুটা হলেও আর্থিক নিরাপত্তা পাবে। 

অনিশ্চিত এই জীবনে বিপদের মুহূর্তগুলো পাড়ি দিতে বীমা অতি জরুরি এক বিষয়ে পরিণত হয়েছে। আর এক্ষেত্রে বীমা প্রতিষ্ঠানগুলো মানুষকে সেবা প্রদানের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়