ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনআরবিসি ব্যাংকের স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১ জুন ২০২৫  
এনআরবিসি ব্যাংকের স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. নুরুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ উপস্থিত ছিলেন।

‘একসঙ্গে উৎকর্ষতার অভিমুখে’ শীর্ষক প্রতিপাদ্যে এবারের কনফারেন্সে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, বিভাগীয় প্রধানরা, আঞ্চলিক প্রধানেরা, সব শাখা ম্যানেজার এবং উপ-শাখার ম্যানেজাররা অংশ নেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘‘নবগঠিত পরিচালনা পর্ষদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের সুশাসন নিশ্চিত করা এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমের সব পর্যায়ে নিয়মনীতি সঠিকভাবে পরিপালন করা।’’

তিনি আরো বলেন, ‘‘জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটাতে হবে এবং সহজ ও দ্রুততার সঙ্গে ব্যাংকিং সেবা দিতে হবে।’’

কনফারেন্সে পরিচালকরা তাদের বক্তৃতায় ব্যাংকের সার্বিক বিষয়ে পর্যালোচনা এবং অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, পরিচালনা পর্ষদ আমাদের যে নির্দেশনা দিয়েছেন ও যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন তা সবাইকে সঠিকভাবে পরিপালন করতে হবে এবং কোনো কাজে নিয়ন্ত্রণকারী সংস্থার নিয়মের ব্যতয় ঘটানোর কোনো সুযোগ নেই। সারাদেশের বিপুল সংখ্যক নেটওয়ার্ক ও শাখা-প্রশাখার মাধ্যমে এনআরবিসি ব্যাংক স্বচ্ছতার সঙ্গে অনেক দূর এগিয়ে যাবে বলে ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করেন। —বিজ্ঞপ্তি

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়