ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুডি ও হোলসেল ক্লাবের অংশীদারিত্ব ফুডি শপে নতুন গ্রোসারি অভিজ্ঞতা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫  
ফুডি ও হোলসেল ক্লাবের অংশীদারিত্ব ফুডি শপে নতুন গ্রোসারি অভিজ্ঞতা

দেশের শীর্ষস্থানীয় হাইপারমার্কেট হোলসেল ক্লাব এবং জনপ্রিয় অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডি শপ এখন থেকে একসাথে। সম্প্রতি রাজধানীতে ফুডি প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এ চুক্তির ফলে হোলসেল ক্লাবের সব ধরনের পণ্য পাওয়া যাবে এখন থেকে ফুডি শপ প্ল্যাটফর্মে। ফলে গ্রাহকেরা ঘরে বসেই আরো দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন অনলাইন শপিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুডি চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান এবং ফুডি শপের ম্যানেজার হৃদিতা শাওন। অন্যদিকে হোলসেল ক্লাবের পক্ষ থেকে ই-কর্মাসের সিনিয়র এক্সিকিউটিভ মাজেদুর রহমান শুভ এবং ম্যানেজার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

পার্টনারশিপ প্রসঙ্গে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এই উদ্যোগ গ্রাহকদের কাছে অনলাইন গ্রোসারিকে আরো সহজলভ্য করে তুলবে। এছাড়া দেশজুড়ে ই-কমার্স খাতকে নতুন সম্ভাবনার দ্বারে পৌঁছে দিবে বলেও আশাবাদী।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়