ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিটিজেনস ব্যাংকের বাড্ডা উপশাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:০১, ১৮ অক্টোবর ২০২৫
সিটিজেনস ব্যাংকের বাড্ডা উপশাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

সিটিজেনস ব্যাংক পিএলসির বাড্ডা উপশাখার এক বছর পূর্তি উপলক্ষে শতাধিক পোশাক শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপশাখা কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একজন গাইনি এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন। প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সহযোগিতা করেছে বাড্ডা মা ও শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড।

উদ্বোধন করেন সিটিজেনস ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুলশান কর্পোরেট শাখার ব্যবস্থাপক সালেক সাব্বির আহমেদ, মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পরিচালক সামসুর নাহার শান্তি এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আলিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাড্ডা উপশাখার প্রধান সমীর চক্রবর্তী।

বক্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পোশাক শ্রমিকদের জন্য সামাজিক দায়বদ্ধতামূলক এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। উপস্থিত শ্রমিকরাও সিটিজেনস ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়