ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

মূল্যস্ফীতি বেড়েছে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মূল্যস্ফীতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি বেড়েছে।

সাধারণ পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ১৫ শতাংশ। যা ডিসেম্বরে ছিল শতকরা ৫ দশমিক শূন্য ৩ ভাগ।

মঙ্গলবার একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান।

তিনি জানান, ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে মোটা চালের দাম বেশি ছিল তাই এই মূল্যস্ফীতি বেড়েছে। এ ছাড়া খাদ্য ও খাদ্য-বহির্ভূত পরিধেয় বস্ত্র, জ্বালানি ও আলো, বাড়ি ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালী, চিকিৎসা সেবা, পরিবহন এবং শিক্ষা উপকরণে মূল্য বৃদ্ধি ছিল।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়