ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

আরো দু’টি ‘ডিজিটাল বুথ’ খোলার অনুমতি পেয়েছে বি রিচ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ৮ জুলাই ২০২১  
আরো দু’টি ‘ডিজিটাল বুথ’ খোলার অনুমতি পেয়েছে বি রিচ

দেশের অভ্যন্তরে ব্রোকারেজ হাউজের শাখা হিসেবে আরো নতুন দু’টি ‘ডিজিটাল বুথ’ খোলার অনুমোদন পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত প্রতিষ্ঠান বি রিচ লিমিটেড। এবার প্রতিষ্ঠানটিকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় এবং নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সুন্দরপুরে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৫ জুলাই বি রিচ লিমিটেডকে ডিজিটাল বুথ খোলার অনুমোদন সংক্রান্ত চিঠি দেওয়া হয়। তবে বৃহস্পতিবার (৮ জুলাই) এ সংক্রান্ত চিঠি হাতে পায় প্রতিষ্ঠানটি। ডিজিটাল বুথ খোলার সব শর্ত পরিপালন সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

তথ্য মতে, এর আগে গত জুন মাসে প্রথমবারের মতো সিলেটে ডিজিটাল বুথ খোলার অনুমোদন পায় বি রিচ লিমিটেড। এক মাসের ব্যবধানে আরো দু’টি ডিজিটাল বুথ খোলার অনুমোদন পেলো প্রতিষ্ঠানটি। আগামী সপ্তাহের মধ্যে বুথ দু’টি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বি রিচ লিমিটেড। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। 

তবে পূর্ণাঙ্গভাবে ডিজিটাল বুথ চালু করার আগে পরীক্ষামূলক লেনদেন পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এ সময় কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত না হলে আগামী সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গভাবে ডিজিটাল বুথ চালু করা হবে বলে জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে বি রিচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী রফিকুল হসান রাইজিংবিডিকে বলেন, ‘আমরা আরো নতুন দু’টি ডিজিটাল বুথ খোলার অনুমোদন পেয়েছি। আগামী সপ্তাহের মধ্যে বুথ দুটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সিলেটে আমরা প্রথম ডিজিটাল বুথ স্থাপন করেছি।’

ঢাকা/এনটি/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়