ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করেছে পপুলার লাইফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১৮ জুলাই ২০২১  
কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করেছে পপুলার লাইফ

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। কোম্পানি তার কর্মীদের জন্য ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করেনি। ফলে কোম্পানিতে কর্মরত কর্মীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে- আপত্তি জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক।

রোববার (১৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের নিরীক্ষক জানিয়েছেন, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি ওই ফান্ডটি কর্মীদের মধ্যে বিতরণ করাও বাধ্যতামূলক। কিন্তু পপুলার লাইফ কর্তৃপক্ষ তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় পপুলার লাইফ ইন্স্যুরেন্স।  কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৬০ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৭০ শতাংশ। কোম্পানির শনিবার (১৭ জুলাই) শেয়ার দর দাড়িঁয়েছে ১০২.২০ টাকায়।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়