ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অরিজা অ্যাগ্রোর আবেদনের শেষ দিন আজ  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২১  
অরিজা অ্যাগ্রোর আবেদনের শেষ দিন আজ  

পুঁজিবাজার থেকে এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইয়েড ইনভেস্টরস (কিউআই) অফারের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির কিউআই অফার আবেদনের শেষ দিন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)। যা গত রোববার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

এর আগে গত ১৪ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় কোম্পানিটিকে এ অনুমোদন দেয়।

তথ্য মতে, কোম্পানিটি কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। বাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক কার্যকরী মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

ঢাকা/এনএফ /ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়