ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফলসহ বিলাসবহুল আমদানি পণ্যে শুল্ক আরোপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৪ মে ২০২২  
ফলসহ বিলাসবহুল আমদানি পণ্যে শুল্ক আরোপ

বিভিন্ন জাতের ফল, বিলাসবহুল বিদেশি প্রায় দুই শতাধিক পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করা হয়েছে। আমদানি প্রবণতা কমাতে ও দেশীয় পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এখন এসব ফল ও আমদানি করা বিলাসবহুল পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২৩ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত আরোপ করা হয়েছে।

পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—, বিভিন্ন জাতের ফল, বিস্কুট, চকলেট, জুস ও বিদেশি তৈরি পোশাক, কটন সিডস, অপরিশোধিত সরিষার তেল, ফার্নিচার ও ফার্নিচারের কাঁচামাল ইত্যাদি।

এর আগে ডলার চাহিদা কমাতে এবং রিজার্ভে চাপ কমাতে বাংলাদেশ ব্যাংক বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করার সুপারিশ করেছিলো। 

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়