ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেয়ারবাজারে সূচক কমেছে ৭৮ পয়েন্ট 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১০ আগস্ট ২০২২  
শেয়ারবাজারে সূচক কমেছে ৭৮ পয়েন্ট 

দেশের শেয়ারবাজারে বুধবার (১০ আগস্ট) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে দরপতন তৃতীয় দিনে গড়াল। এ দিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, দরপতন হয়েছে ২৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। 

ডিএসইতে মোট ৭৯৯ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯২৩ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৫ পয়েন্ট কমে ১৮ হাজার ২৩২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত আছে ৪৩টির। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়