ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের জুবলী রোড শাখা

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১৭ নভেম্বর ২০২২  
নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের জুবলী রোড শাখা

আরও বৃহৎ পরিসরে উন্নত, আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের জুবলী রোড শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের জুবলী রোডের নুর টাওয়ারে নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ড. এস এম আবু জাকের এবং জুবলী রোড শাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসেম।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল আমিন ফারুক বলেন, এক্সিম ব্যাংক সব সময়ই গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে। এ কারণেই জুবলী রোড শাখাকে আরও বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে ।

ঢাকা/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়