ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

আইসিএসবি রৌপ্যপদক পেলো মার্কেন্টাইল ব্যাংক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২০ ডিসেম্বর ২০২২  
আইসিএসবি রৌপ্যপদক পেলো মার্কেন্টাইল ব্যাংক

করপোরেট সুশাসনের জন্য জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে আইসিএসবি রৌপ্যপদক অর্জন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে পদক ও সনদ গ্রহণ করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী ও ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. মাহতাব উদ্দিন, এফসিএস।

শনিবার (১৭ ডিসেম্বর, ২০২২) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ পুরস্কার প্রদান করে।

আরো পড়ুন:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

এ সময় মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসনে আলমসহ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/সাজ্জাদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়