ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একীভূতকরণে শেফার্ড ইন্ডাস্ট্রিজের ইজিএম ২৫ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৮ জুন ২০২৩  
একীভূতকরণে শেফার্ড ইন্ডাস্ট্রিজের ইজিএম ২৫ জুন

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ায় শেফার্ড টেক্সটাইল তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত হবে। এ লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত একীভূতকরণ প্রস্তাবের বিষয়ে হাই কোর্টের অনুমতি পেয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে কোম্পানিকে এখন শেয়ারহোল্ডারদের মতামত নিতে হবে। সে লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১০টায় অনলাইন প্ল্যাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে।

ঘোষিত ইজিএমে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ১৪ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারা আলোচিত ইজিএমে অংশ নিতে পারবেন।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়