বিএমআরই কাজে মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে ১২ মাস
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের বিএমআরই প্রকল্পের কাজ করবে। এ কারণে কোম্পানিটির উৎপাদন ১২ মাস বন্ধ থাকবে। তবে প্রয়োজনে এসময় বাড়তে বা কমতে পারে।
রোববার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি কারখানা আধুনিকায়নের জন্য নতুন মেশিনারিজ আমদানি করবে। পুরোনো মেশিনারির জায়গায় নতুন মেশিন স্থান্ততর করবে।
কোম্পানিটি ভবনের নির্মাণ কাজ, নতুন মেশিন স্থাপন এবং পরীক্ষামূলক উৎপাদনের কাজ করবে। কোম্পানিট আশা করছে, তাদের নির্ধারিত মেয়াদে বিএমআরই প্রকল্প সম্পন্ন হবে।
কোম্পানিটি জানায়, পুরনো যন্ত্রপাতির জায়গা ভেঙে ফেলার পর যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হবে। বিএমআরই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর কোম্পাটির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
মেট্রো স্পিনিং আরও জানায়, বিএমআরই প্রকল্প সম্পন্ন হওয়ার পর কোম্পানিটির বিদ্যমান উৎপাদন ক্ষমতা প্রায় ১১০ শতাংশ উৎপাদন বাড়বে। একইসাথে কোম্পানিটির টার্নওভার ও মুনাফা উল্লেখযোগ্য হারে বাড়বে।
ঢাকা/এনটি/ইভা