ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে উচ্ছ্বসিত যমুনা ব্যাংকের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াসের হাতে ফুলের তোঁড়া তুলে দিচ্ছেন ওয়ালটনের ডিরেক্টর নিশাত তাসনিম
বাংলাদেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করে অভিভূত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় যমুনা ব্যাংকের প্রতিনিধিদল। তারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে ওয়ালটন তথা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা লাভ করে মুগ্ধতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৩) যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। প্রতিনিধিদলের মধ্যে ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবদুস সালাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নূর মুহাম্মেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট (এসইভিপি) মো. শহিদুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট (এসএভিপি) এস এম ওমর ফারুক, এভিপি মো. শরিফুল ইসলাম, খবিরুজ্জামান ও মো. মাসুদ রানা।
ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শনকালে যমুনা ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে ওয়ালটনের কর্মকর্তারা
অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিরেক্টর এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিএমডি মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মাহফুজুর রহমান ও ইয়াসির আল-ইমরান প্রমুখ।
পরিদর্শনকালে যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, যমুনা ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক। বর্তমান অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিতে অনেক ব্যাংক আর্থিক সংকটের সম্মূখীন হলেও যমুনা ব্যাংক অনেক ভালোভাবে কাজ করে যাচ্ছে। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের অগ্রযাত্রায় যমুনা ব্যাংক সঙ্গী হতে পেরে অত্যন্ত আনন্দিত।
ওয়ালটন হাই-টেকের ডিরেক্টর ও ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, ওয়ালটন গ্রাহকদের জন্য এসএমএফ ব্যাটারিসহ আরও অনেক নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসছে। এসব পণ্য ভবিষ্যতে গ্রাহকদের আস্থা অর্জন করে বাজারের শীর্ষে উঠে আসবে। ওয়ালটনের এই অগ্রযাত্রায় অতীতের মতোই যমুনা ব্যাংক সর্বদা পাশে থাকবে বলে তিনি আশাবাদী।
ওয়ালটনের ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট পরিদর্শন করছেন প্রতিনিধিদল
যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওয়ালটন ও যমুনা ব্যাংক সফলভাবে আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যমুনা ব্যাংকের এএমডি আবদুস সালাম।
হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ বিভিন্ন পণ্যের সর্বাধুনিক প্রযুক্তির প্রোডাকশন প্লান্টস পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন।
/পলাশ/এসবি/