ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজুসের সঙ্গে চুক্তি: জুয়েলারি ব্যবসায়ীরা পাবেন ১৪ প্রতিষ্ঠানের সেবায় ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:১৭, ২৬ অক্টোবর ২০২৩
বাজুসের সঙ্গে চুক্তি: জুয়েলারি ব্যবসায়ীরা পাবেন ১৪ প্রতিষ্ঠানের সেবায় ছাড়

জুয়েলারি ব্যবসায়ীদের সেবার পরিধি বাড়াতে ১৪ প্রতিষ্ঠানের সঙ্গে করপোরেট চুক্তি সই করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। এসব প্রতিষ্ঠান থেকে ছাড়ে সেবা পাবে এ খাতের ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে- ৬ হাসপাতাল ও ৮ তারকা হোটেল ও রেস্তোরাঁ।

চুক্তিবদ্ধ হোটেলগুলো হলো- প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, রেডিসন ব্লু, দ্য ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, হলিডে ইনন, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্র্যান্ড সিলেট হোটেলস অ্যান্ড রিসোর্ট, দ্য রিয়ো লাউঞ্জ। এসব হোটেলগুলোর রুম ভাড়া, ভেন্যু ভাড়া, খাবার, হেলথ ক্লাব, স্পা ও সেলুনসহ নানা ধরনের সেবায় ছাড় পাবেন বাজুস সদস্যরা।

যেসব হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাজুস সেগুলো হলো- এভার কেয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, আজগর আলী হাসপাতাল, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল। এসব হাসপাতালে নানা পরীক্ষা-নিরীক্ষাসহ নানা ধরনের সেবায় ছাড় পাবেন বাজুস সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুস কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সই করেছে বাজুস। অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের চেয়ারম্যান এম. এ. ওয়াদুদ খান বাজুসের পক্ষে চুক্তিতে সই করেছেন। এ সময় বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য দিয়েছেন বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসান, সহ সম্পাদক মাসুদুর রহমান।

এম. এ. ওয়াদুদ খান বলেন, বাজুসের ইতিহাসে আজ প্রথম কর্পোরেট চুক্তিতে আবদ্ধ হলো। বাজুসের সদস্যদের প্রয়োজনের কথা চিন্তা করে ক্রমান্বয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট চুক্তি করা হবে। 

মো. রিপনুল হাসান তার বক্তব্যে বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর দায়িত্ব গ্রহণের পর থেকে সদস্যদের সেবার আওতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই প্রচেষ্টায় আজ দেশের স্বনামধন্য হাসপাতাল ও বিখ্যাত হোটেলের সাথে কর্পোরেট চুক্তি করতে সক্ষম হয়েছি।অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পক্ষে জেনারেল ম্যানেজার রবিন জেমস এডওয়ার্ড, রেডিসন ব্লু-এর পক্ষে পরিচালক, মো. নজরুল ইসলাম, দ্য ওয়েস্টিনের পক্ষে জেনারেল ম্যানেজার স্টেফেন ম্যাসি, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে প্রোগ্রাম ম্যানেজার আল-আমিন, হলিডে ইননের পক্ষে ম্যানেজার মাহফুজা মাসুদ চৌধুরী, ফার্স হোটেল থেকে সিনিয়র সহকারী ব্যবস্থাপক আনোয়ার পারভেজ, গ্র্যান্ড সিলেট হোটেলস অ্যান্ড রিসোর্টের পক্ষে ইয়ামেনুল হক, দ্য রিয়ো লাউঞ্জের পক্ষে সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলম, এভার কেয়ার হাসপাতালের পক্ষে মহাব্যবস্থাপক এ এম আবুল কাশেম রনি, ইউনাইটেড হাসপাতালের পক্ষে জিএম (বিজনেস কমিউনিকেশন) ডা. ফজলে রাব্বি খান, ল্যাবএইড হাসপাতালের পক্ষে উপব্যবস্থাপক জাহিদুর রহমান, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক এরশাদুল হক, আজগর আলী হাসপাতালের পক্ষে ডিজিএম গাজী জে ইউ আহমেদ, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক এ কে এম শাহেদ হোসেন স্বাক্ষর করেন।

এনএফ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়