ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরুর মাংসের সঙ্গে কমেছে মাছ-মুরগি-ডিমের দামও

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:০৬, ১ ডিসেম্বর ২০২৩
গরুর মাংসের সঙ্গে কমেছে মাছ-মুরগি-ডিমের দামও

গরুর মাংসের সঙ্গে কমেছে মাছ-মুরগি-ডিমের দামও। এতে স্বস্তিতে সাধারণ মানুষ। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি দরে। অপরদিকে, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৩০-৫৫০ টাকা কেজি। আর ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা কেজি দরে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ৩০০-৪৫০ টাকা কেজি দরে, ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-১২০০ টাকা কেজি দরে। আর ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়।

সবজির দামও কিছুটা কমেছে। আলু বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজি দরে, বেগুন ৪০-৬০ টাকা, শসা ৫০-৭০ টাকা, পটল ৬০-৭০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০-১৪০ টাকা কেজি দরে।

মাছ বিক্রেতা মাসুম বলেন, সব মাছের দাম এখন কম আছে। বেচাকেনাও ভালো। গরুর মাংসের দাম কমায় মাছের ওপর চাপ কমেছে। ফলে চাহিদা অনুযায়ী মাছ থাকায় দামটাও সাধ্যের মধ্যে।

বাজার করতে আসা মুশফিকুর নামের এক ক্রেতা বলেন, শীতের সবজির দাম কমেছে। গরুর মাংসের দামও কম। বাজারে এসে কিছুটা স্বস্তিতে আছি। দাম এমন নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের নজরদারি বাড়াতে হবে।

সুকান্ত/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়