ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃটিশ আমেরিকান টোব্যাকোতে নতুন সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১ এপ্রিল ২০২৪  
বৃটিশ আমেরিকান টোব্যাকোতে নতুন সচিব নিয়োগ

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানিতে (বিএটিবিসি) নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আফজাল হোসেন। তার নিয়োগ চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে।

প্রসঙ্গত, বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭২.৯১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.০৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৬.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭.৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়