ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

বুধবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৩০ জুলাই ২০২৪  
বুধবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

ফাইল ফটো

দেশের সব অফিস-আদালত আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ধারাবাহিকায় ৩১ জুলাই থেকে ব্যাংকের কার্যক্রমও নতুন সময়সূচি অনুসারে স্বাভাবিক নিয়মে চলবে। ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামীকাল ৩১ জুলাই বুধবার থেকে তা কার্যকর হবে।  

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় দেশে কারফিউ জারিসহ গত সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। বুধবার ও বৃহস্পতিবার সরকারি-বেসরকারি অফিসগুলোও সীমিত পরিসরে খুলে দেওয়ার পাশাপাশি কারফিউ শিথিল করা হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কারফিউ’র সময়সীমা আরও শিথিল করছে সরকার। অফিস আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলার নির্দেশনা দিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় ব্যাংক লেনদেনও স্বাভাবিক নিয়মে চলবে।

এনএফ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়